লড়াই সর্বত্র,

মুনমুন মুখার্জ্জী,

হচ্ছে লড়াই, চাইছি লড়াই, লড়াই হচ্ছে দেখো সবখানে,
ভাইয়ে ভাইয়ে, বোনে বোনে, কেন লড়াই সবাই জানে;
উঠতে লড়াই, বসতে লড়াই, রাজ্যে রাজ্যে দেশে দেশে–
লড়ছে যারা থামবে তারা, হয়তো শেষ হওয়ার শেষে।

কেউ মারছে কেউ খাচ্ছে, কেউ বা করছে জবরদখল,
লোকের কথায় চলছে বেজায়, বিবেক বুদ্ধি আজ বেদখল!

বলতে গেলে চমকায় পিলে, সবাই এখন চোখ রাঙায়–
নেতা থেকে মন্ত্রী ষড়যন্ত্রী, চেপে ধরলে সব পালায়।
রক্তের রং আবীরের রং, লালে লাল আজ সবখানে,
ভাবতে হবে, বাছতে হবে, কোনটা নেব মনের মাঝখানে।

Leave a Reply