ল্যান্ড ট্রাইবুনালের অবকাশকালীন বেঞ্চে মিটলো সাড়ে পাঁচশো মামলা
মোল্লা জসিমউদ্দিন টিপু,
গত ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলেছে ল্যান্ড ট্রাইবুনালের অবসরকালীন বেঞ্চ।ছুটির পাঁচদিন বাদে দশদিন ধরে দুপুর এগারো টে থেকে সন্ধে অবধি চলেছে এই অবকাশকালীন বেঞ্চ।যেখানে দুটি পৃথক বেঞ্চে পঞ্চাশ টি করে গড়ে সর্বমোট একশো টি মামলার শুনানি হয় প্রত্যেকদিন।এই দশ দিনে এক হাজার মামলার শুনানি চলেছে।আগেই এই এক হাজার মামলার তালিকা প্রকাশ হয়েছিল গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে।মামলায় নোটিশ ইতিমধ্যেই পাঠানো হয়েছিল বাদী বিবাদী পক্ষ সহ সংশ্লিষ্ট প্রশাসকদের কে।দিঘা থেকে দার্জিলিং সহ মহানগর কলকাতার জমি জায়গা সংক্রান্ত এইসব মামলার শুনানির দিকে তাকিয়ে ছিল মামলার সাথে যুক্ত হাজার হাজার ব্যক্তিরা। ল্যান্ড ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি শঙ্কর আচার্যের নেতৃত্বে একটি বেঞ্চ বসেছিল।সাথে ছিলেন প্রশাসক সদস্য দিবাকর মুখোপাধ্যায়। অপর বেঞ্চটি তে ছিলেন বিচারক দেবব্রত সিনহা, সাথে প্রশাসক সদস্য পবিত্রকুমার মন্ডল।ল্যান্ড ট্রাইবুনালের বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায় ওরফে ডালু বাবু জানিয়েছেন – ” আমরা মাননীয় চেয়ারম্যান কে অনুরোধ জানিয়ে ছিলাম এই অবসরকালীন বেঞ্চ চালুর জন্য, চেয়ারম্যান তা কার্যকর করেছেন দ্রুত নিস্পত্তির স্বার্থে”। তবে করোনা স্বাস্থ্যবিধি বজায় রেখে এইসব মামলার শুনানি হয়েছে বলে তা জানা গেছে। এজলাসে সংশ্লিষ্ট মামলার সাথে যুক্তরা ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। গত ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর অফিসিয়াল ভাবে দশদিন বেলা এগারো টে থেকে দুটি বেঞ্চ বসেছিল একশো টি মামলার শুনানির জন্য।দিনের সমস্ত নথিভুক্ত মামলার শুনানি হয়,তাতে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে যায়। করুনাময়ী বাসস্ট্যান্ড লাগোয়া এই ল্যান্ড ট্রাইবুনালে বারো হাজারের বেশি মামলা জমে রয়েছে। সেখানে এক হাজার মামলার নিস্পত্তি ঘটাতে শুনানি হয়।এরমধ্যে সাড়ে পাঁচশো মামলার চুড়ান্ত রায়দান দেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্ডারশিট গুলি বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে ল্যান্ড ট্রাইবুনালে নিয়মিত দুটি বেঞ্চ বসছে। ল্যান্ড ট্রাইবুনাল বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায় ওরফে ডালুবাবু জানিয়েছেন – “যেভাবে চেয়ারম্যান সাহেব উদ্যোগী হয়ে দুটি পৃথক বেঞ্চে প্রতিটি মামলার শুনানি চালু রেখে অর্ডার করেছেন, তা সত্যিই সাধুবাদ যোগ্য”।