রাহুল রায়,

বিশ্ব নবী হজরত মহম্মদ কে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে,মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি অঞ্চলের পাঁচপাড়া শাখা জমিয়তে উলামায়-ই হিন্দ সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো লোহাপতা হাটতলায়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জমিয়তে উলামায়-ই হিন্দ সংগঠনের সম্পাদক মওঃ ইমতিয়াজ সাহেব,ধাড়সোনা মাদ্রাসার সম্পাদক এইএম নাসিরউদ্দিন চৌধুরী,পাঁচপাড়া মাদ্রাসা সম্পাদক মওঃ শহীদুল্লা সাহেব,জেলা জমিয়তে উলামায়-ই হিন্দ সংগঠনের সদস্য সেখ আরসেদ আলি সহ অন্যান্যরা। এই প্রতিবাদ সভায় মুসলমান সম্প্রদায়ের মানুষেরা হাজির হয়েছিল। এইদিন সভা থেকে নুপুর শর্মা ও নবীন জিন্দালকে আইনের মাধ্যমে শাস্তির দাবি তোলেন সংগঠনের সদস্যরা।

Leave a Reply