লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপির জনসভা

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আসন্ন লোকসভা নির্বাচন কে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। সেরূপ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সাঁইথিয়া বিধানসভা এলাকার আঙ্গারগড়িয়া মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক জনসভা।সদ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলার মধ্যে যে কয়টি পঞ্চায়েত বোর্ড গঠনে বিজেপি সক্ষম হন তারমধ্যে আঙ্গারগড়িয়া পঞ্চায়েত একটি।এদিন আঙ্গারগড়িয়া পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতিকে যে সমস্ত প্রার্থী বিজয়ী হয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন সেরূপ সমস্ত প্রার্থীদের অভিনন্দন জানানো হয় পার্টির পক্ষ থেকে।সেই সাথে সাথে আগামী লোকসভা ভোটের প্রচার প্রস্তুতিও শুরু করে দেন এদিনের জনসভা থেকে। কার্যকর্তারা মোদীজিকে ফের তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসানোর সঙ্কল্পে ব্রতী। তার প্রমান আঙ্গারগড়িয়া পঞ্চায়েত বিজেপির দখল বলে বিজেপির অভিমত। বক্তব্যে তৃণমূল সরকারের দুর্নীতি, স্বজনপোষণ, অপশাসনের বিরুদ্ধে মঞ্চে গর্জে ওঠেন বিজেপি নেতৃত্বগন।জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, মন্ডল সভাপতি তারাপদ দাস সহ রাজ্য ও জেলা নেতৃত্ব।

Leave a Reply