লেখা পড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা অপরিহার্য পাঠ- অবর বিদ্যালয় পরিদর্শক

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বীরভূমের কাঁকরতলা থানার বড়রা ফুটবল মাঠে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সৌজন্যে এবং খয়রাশোল দক্ষিন চক্রের আয়োজনে এলাকার প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র সমুহের ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।লংজাম্প, হাইজাম্প,আলুদৌড়,যোগা,জিমনাস্টিক,১০০মিটার ২০০ মিটার দৌড় সহ নানান বিষয়ের উপর প্রতিযোগিতা হয়।প্রতি ইভেন্টে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।এখানে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৭০ জন ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক খেলায় অংশ নেয়।প্রতি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা মহকুমা পর্যায়ের খেলায় অংশ নিবে বলে জানা যায়। খেলার আসরে উপস্থিত ছিলেন খয়রাশোল বি ডি ও সৌমেন্দু গাঙ্গুলী, খয়রাশোল দক্ষিন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম, কাঁকরতলা থানার ওসি সায়ন্তন ব্যানার্জী, জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রান্তিকা চ্যাটার্জী,শিক্ষক উজ্জ্বল হক কাদেরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনা করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক স্বরাজ কুমার দত্ত।আজকের খেলা প্রসঙ্গে খয়রাশোল অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম বলেন যে, খেলাধুলার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলাও অপরিহার্য পাঠ। কারণ শরীরের বিকাশ না হলে লেখাপড়া সঠিকভাবে করা সম্ভব হয় না। এজন্য শরীর চর্চা, খেলাধুলা একান্ত প্রয়োজন। লেখাপড়ার জন্য মানসিক প্রস্তুতি, তা খেলাধুলার মাধ্যমে আসে।

Leave a Reply