লেখক চন্দন দাস কে সম্বর্ধনা বাঁকুড়ার ডোকরা গ্রামে।
সাধন মন্ডল বাঁকুড়া:-
কলকাতার বিশিষ্ট লেখক ও শিক্ষক চন্দন দাস দীর্ঘ আড়াই বছর কঠোর পরিশ্রম করে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও মালদা এই জেলাগুলির ৬০ টি শিল্প এবং শিল্পীদের নিয়ে “বাংলার প্রান্তিক শিল্পের রোজনামচা” নামে একটি মূল্যবান বই লিখেছেন। বইটি প্রকাশ ঘটেছিল কলকাতা পুস্তক মেলায়। আজ শিল্প নগরী বাঁকুড়ার ‘বিকনা গ্রামে অসংখ্য গুণী মানুষ এবং উক্ত প্রান্তিক শিল্পীদের নিয়ে মহাসমারোহে লেখক চন্দন দাস কে সম্মান জানান হয়। বইটিতে পাঁচমুড়া টেরাকোটার ঘোড়া মনসা ঝাঁপ এবং বিশ্বনাথ কুম্ভকারের আয়েসি পুতুল সহ বাঁকুড়ার মালিয়াড়ার গাজনের ঘোড়া, নিত্যানন্দপুরের চরণ ঘোড়া, বর্ধমানের পাথর শিল্প, বর্ধমানের খড়ের ঘর, তাল গাছের বাগড়া, বাঁকুড়ার শিমুল বেরার কাঠের কাজ, বর্ধমানের দরিয়াপুরের ডোকরা, পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র এবং সবং এর মাদুর, পুরুলিয়ার চড়িদার মুখোশ সহ সাতটি প্রান্তিক শিল্প এবং শিল্পীর রোজনামচা, অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত শিল্পীদের প্রত্যেককে একটি করে বই বিতরণ করেন লেখক চন্দন দাস। শিল্পীরা বই পেয়ে লেখক চন্দন দাস কে তার কঠিন পরিশ্রম এবং ধৈর্যের সম্মান জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং পরিশেষে বলেন বাংলার হারিয়ে যাওয়া প্রান্তিক এই লোক শিল্পীদের কাছে লেখক চন্দন দাস তার লেখনীর মধ্য দিয়ে তুলে ধরেছেন যা আমাদের কাছে এক পরমপ্রাপ্তি ।