সাধন মন্ডল,
জঙ্গলমহলের লুড়কা সম্মিলনী সংঘের নবমবর্ষ রক্তদান শিবিরে 28 জন মহিলা সহ মোট 82 জন স্বেচ্ছায় রক্ত দান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ গড় রায়পুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকুমার ব্যানার্জি বলেন আমরা আজ কয়েক বছর ধরে এই রকম একটি মহৎ কাজে ব্রতী হয়েছি গ্রীষ্মের সময় রক্তের চাহিদার তুলনায় যোগান কম থাকে তাইএই সময় রক্তদান শিবিরের আয়োজন আমাদের। বিগত বছরগুলোর তুলনায় এবারে রক্তদাতার সংখ্যা অনেকটাই বেড়েছে তবে আশার আলো মহিলাদের মধ্যে রক্ত দেওয়ার প্রবণতা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে ।তারা স্বেচ্ছায় এগিয়ে আসছে সমাজের ও আগামী প্রজন্মের পক্ষেএটা একটা ভালদিক ।এইজন্য এগিয়ে আসা মহিলাদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই। অন্য এক কর্মকর্তা পবিত্র খাঁ বলেন রক্তদান মহৎ দান এক বোতল রক্তের বিনিময়ে কমপক্ষে তিনটি বাঁ চতে পারে। ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাতে আমাদের এই উদ্যোগ । লুড়কা গ্রামবাসীদের সার্বিক সহযোগিতায় ও লুড়কা সম্মিলনী সংঘের পরিচালনায় এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির সুন্দর ভাবে সম্পন্ন হয় এজন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।