লালহলুদ প্রেম,
ইন্দ্রানী গুপ্ত
প্রিয়তম
তুমি আমায় ভালোবেসে
দিয়েছিলে লাল হলুদ গোলাপ
গোলাপের পাপড়ির মধ্য
তুমি এঁকে দিয়েছিলে
তোমার হ্নদয়ের ক্যানভাসের পদচিহ্ন
যখন তোমার দেওয়া সেই
গোলাপগুচ্ছ দু চোখের সামনে ধরি
তখন তুমি
যেন গোলাপের
পাপড়ির মধ্যে ভালোবাসার ছোঁয়া
কিন্তু
হঠাৎকরে হারিয়ে
গেলে আমার জীবন থেকে
অথচ
হারিয়ে যায়না তোমার দেওয়া
ভালোবাসার লাল হলুদ গোলাপ
আজও
সে ডায়রির পাতার মাঝে বসে
তোমার কথা বলে,আর মিষ্টি প্রেমের
গান শোনায়
জীবনে প্রতিটি প্রহরে
তোমার কথাই মনে পড়ে
প্রিয়তম
তোমার কথাই মনে পড়ে
অনেক না বলা কথা
যা বলতে ইচ্ছে করে
যেটা ছিলোনা ছিলোনা সেটা না বলাই থাক।