৩০০ জন লোক চশমা ফ্রি পেয়েছে এছাড়া মেডিসিন ফ্রি এছাড়া গাইনি ডক্টর ছিল উল্লেখযোগ্য উপস্থিতি মেট্রোরেলের জেনারেল ম্যানেজার প্রত্যুস ঘোষ ও লায়ন ক্লাবের আরসি মেম্বার লায়নওমরেশ রায় এছাড়া লাইন্স ক্লাব নর্থ সিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার লায়ন তপন জানা মানিক মাইতি ও বিমান আমিনা খাতুন দেবাশীষ বাগ উপস্থিত ছিল। রামগড়িয়া সেবক সভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সাহেব মনজিত সিং টিংকু সরোজ ইত্যাদি অনেকে। ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন ইন্ডিয়া কলকাতা ব্রাঞ্চ অফিসের কর্ণধার সুপ্রতিম মজুমদার ও রানুজা ম্যাডামের বক্তৃতা আমাদের খুবই ভালো লেগেছিল। এছাড়া অপরাহ্নে আমরা রুটি সবজি খাওয়ার ব্যবস্থা রেখেছিলাম অগণিত মানুষ এর সেবা গ্রহণ করেছেন।

Leave a Reply