খায়রুল আনাম,

বীরভূম : লাভপুরের বিরামমন্দির পল্লি কালিকাপুর মাঠে শুরু হলো লাভপুরের এমএলএ অভিজিৎ সিংহ রানা নামাঙ্কিত এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে আটটি দল। আমরা ক’জন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে বিজয়ী দল পাবে ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা। বিজেতা দল পাবে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি। দেওয়া হবে ম্যান অফ দি ম্যাচ পুরষ্কারও।

Leave a Reply