শুভ ঘোষ,

 

আজ কলকাতার বাইপাস সংলগ্ন একটি হোটেলে দীপ প্রকাশনীর দুটি বইয়ের নাম প্রমোদ কমিশনার আইপিএল আর ললিত মোদী অজানা কাহিনী বরিয়া মজুমদার দুটি বই প্রকাশ পায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নামটুকুই শুনলে বিশ্বজুড়ে আপমর ক্রিকেট অনুরাগীরা নড়েচড়ে বসেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় হলো এই সম্পত্তির ভাগ সময়ের সঙ্গে কেবলই বেড়েছে 2008 সালে ললিত মোদী কল্পনাপ্রসূত এই আইপিএলের আমাদের সামনে নিয়ে আসে এবং ক্রিকেটের নামক আস্ত খেলাটি আমুল্য সহ বদলে যায়। ললিত মোদী নিজে এই টুর্নামেন্টের পুরো ঘটনাটি নিয়মাবলী তৈরি করেন। আইপিএলের চোখ ধাঁধানো সাফল্য আসে।

Leave a Reply