লরি শ্রমিক কংগ্রেসের ৩৯ তম বাৎসরিক সম্মেলন সাঁইথিয়ায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি প্রভাবিত সাঁইথিয়া লরি শ্রমিক কংগ্রেসের ৩৯ তম বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২৮ শে ডিসেম্বর বৃহস্পতিবার সাঁইথিয়া পৌরসভার রবীন্দ্রভবন অনুষ্ঠান প্রেক্ষাগৃহে। সম্মেলন শুরুর পূর্বে সাঁইথিয়া রেল স্টেশন পয়েন্ট থেকে মিছিল সহকারে সমস্ত ড্রাইভার ও খালাসী গণ শহর পরিক্রমা করে রবীন্দ্র ভবন হলে জমায়েত হন। এদিন স্থানীয় এলাকায় ইউনিয়ন বোর্ড সংলগ্ন মোড়ে ইউনিয়নের নতুন কার্যালয়ের শুভ উদ্ভোধন করা হয়।সেখানেই দলীয় পতাকা উত্তোলন ও শহীদবেদীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সংগঠনের নেতৃত্ব সহ সদস্যগণ। সম্মেলনের মঞ্চ থেকে
লরি ড্রাইভার,খালাসি লোডিং শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা,বেতন বৃদ্ধি,পেনশন মাসিক ৭০০০টাকা,৮ঘণ্টা কাজ,স্বাস্থ্য ও চিকিৎসা এবং নিরাপত্তা সহ অন্যান্য দাবীর প্রেক্ষিতে দুর্বার আন্দোলন এ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ভারতবর্ষ ব্যাপি যে কর্মসূচি গ্রহণ করেছে এই সভা থেকে তাহা সর্বতোভাবে সহযোগিতার প্রস্তাব গ্রহণ করা হয়।সংগঠনের বাৎসরিক আয় ব্যায়ের হিসাবে পেশ করা হয়। সাথে নিজেদের সুবিধা অসুবিধা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা পর্ব চলে।পাশাপাশি ২৪ জন সদস্য নিয়ে নতুন কমিটি গঠিত হয়। যাহা আগামীদিনে উক্ত সদস্যদের মধ্যে থেকে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ নির্বাচিত করার দায়িত্ব অর্পণ করেন সংগঠনের বিদায়ী কমিটি। উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইএনটিইউসি সভাপতি মৃনাল কান্তি বসু, সাঁইথিয়া লরি শ্রমিক কংগ্রেসের সভাপতি বিপদ তারণ সিং,সম্পাদক জাভেদ আলী, সহসভাপতি মুন্না দাস প্রমুখ নেতৃত্ব।উল্লেখ্য জাতীয় কংগ্রেসের একদা জেলা সভাপতি প্রয়াত নিহার দত্তের উদ্যোগে এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে গত ১৯৮৪ সালের ২৮ শে ডিসেম্বর সাঁইথিয়া লরি শ্রমিক কংগ্রেসের পথচলা শুরু হয়।

Leave a Reply