রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারে

কাজী নূর।। বাংলাদেশের কক্সবাজারে উখিয়া বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এ প্রতিনিধিদলের নেতৃত্ব ছিলেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তা অঞ্জলী কউর। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রতিনিধিদলটি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর- পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। এর আগে সকাল ৯টায় উজরা জেয়ার নেতৃত্বে বিশেষ বিমানে করে কক্সবাজার পৌঁছায় প্রতিনিধিদলটি।

রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনকালে সময় অন্তত ২৫ জন রোহিঙ্গা নারী ও পুরুষের সঙ্গে কথা বলেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। এ সময় রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের ওপর চালানো গণহত্যা, ধর্ষণ ও নিপীড়নের বর্ণনা দেন। মিয়ানমারে বলপূর্বক বাস্তচ্যুত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ ও নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন প্রতিনিধিদল। দলটি জাতিসংঘের শিশু সুরক্ষা তহবিল (ইউনিসেফ) ও বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) চলমান প্রকল্প ও পরিদর্শন করেন। পরে প্রতিনিধিদল রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় পরিচালিত নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন করেন। শেষে ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে একটি এনজিও সংস্থার প্রকল্প কার্যালয়ে কমিউনিটি নেতা, ইমাম, যুবকসহ রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন উজরা জেয়াসহ প্রতিনিধিদলের নেতৃবৃন্দ।

মতবিনিময়ে অংশ নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নেতা মোঃ কামাল বলেন, ‘মার্কিন নেতৃবৃন্দ আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলেছেন, নিজেদের মধ্যে কোন্দল না করে প্রত্যাবাসন সফল করার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে।’ মোঃ কামাল আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের সংকট সমাধানে অতীতের মতো সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছে।’

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের এই সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয় বাড়তি সতর্কতা।

Leave a Reply