Spread the love

রেরার নির্দেশে ফ্লাট পেলেন গ্রহীতা 

মোল্লা জসিমউদ্দিন

সোমবার ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনাল ফ্লাট সম্পর্কিত দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে দিল।এদিন রেরার ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত তাঁর নির্দেশিকায় মেসার্স পিএস গ্রুপ রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড বনাম সীমা পান্ডের বিবাদের অবসান ঘটালেন। জানা গেছে, ২০২০ সালে জুলাই মাসে নিউটাউন এলাকায় সাড়ে ৮৪ লক্ষ টাকা মূল্যের এক ফ্লাট কেনার জন্য চুক্তিবদ্ধ হন সীমা।প্রথম পর্যায়ে প্রায় ৬১ লক্ষ টাকা দেন প্রমোটার সংস্থা কে। এর পর অর্থনৈতিক লেনদেনে সমস্যা দেখা যায়।নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় প্রমোটার কর্তৃপক্ষ ৪০ লক্ষ টাকা দাবি রাখে সীমা পান্ডে নামে ওই ক্রেতার কাছে।পরবর্তীতে কোন পদক্ষেপ গ্রহণ না করায় প্রমোটার সংস্থা ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি  অথরিটির কাছে চুক্তিপত্র বাতিলের জন্য আবেদন করে থাকে। সম্প্রতি এই আবেদন গ্রহণ করে চুক্তিপত্র বাতিল করে থাকে রেগুলেটরি  অথরিটি। এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের দারস্থ হন সীমা পান্ডে। দু-পক্ষ কে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার নির্দেশ দেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনাল এর চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। পরবর্তীতে ৩৯ ও ১০ সর্বমোট ৪৯  লক্ষ টাকা প্রদান করে ক্রেতা । ক্রেতা কে তাঁর নির্ধারিত ফ্লাটের রেজিস্ট্রেশন এবং পজিশন দিয়েছে প্রমোটার সংস্থা। জানা গেছে, বিগত কয়েক মাসে রেরা কর্তৃপক্ষ বহু গুরত্বপূর্ণ মামলার নিস্পত্তি ঘটিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *