৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল রূপনারায়পুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে

কাজল মিত্র :-৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত পালিত হল সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে।এদিন রূপনারায়পুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ আরমান,ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি সকলে একত্রিত হয়ে পতাকা উত্তলন করেন ।এরপর এদিন সালানপুর ব্লক তৃণমূলের কংগ্রেস এর তরফে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় এর নির্দেশে স্থানীয় দুটি ক্লাবকে একটি করে ব্যাট তুলে দেওয়া হয় এছাড়া স্থানীয় এক যুবতীকে নবম শ্রেণীর বই খাতা প্রদান করা হয়।
এই প্রসঙ্গে ব্লক সভাপতি মোঃ আরমান বলেন ৭৩তম প্রজা তন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে,এই অঞ্চলের দুটি ক্লাবের হাতে ব্যাট বল ও এক নবম শ্রেণীর ছাত্রীকে বই খাতা প্রদান করা হলো।এবং
পাশাপাশি প্রতিজ্ঞা করা হলো যে আমাদের বিধায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দেখানো পথে আগামী দিনে আরো বেশি পরিমাণে উন্নয়ন করা।এবং সর্বদায় মানুষের পাশে থেকে সাধারণ মানুষের জন্য উন্নয়ন করার।তাছাড়া এইদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপর্ণা রায়,ছাত্র নেতা মিঠুন মণ্ডল সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।

Leave a Reply