কাজল মিত্র :-পুলিশ প্রশাসনের একজন পুলিশ আধিকারিক এভাবে যে সকল মানুষএর মনে জায়গা করে নিতে পারে তা নিজের চোখে না দেখলে হয়ত কেউ বিশ্বাস করবেনা ।তবে এই পুলিশ এর এক মানবিক রূপ রয়েছে ।তিনি যেখানেই গেছেন সকলের মনে এক দাগ রেখে গেছেন ।
যা চিরতরে মানুষের মনে জায়গা করে নেয় ।এই মানুষ টি আর কেউ নয় সকলের প্রিয় পুলিশ আধিকারিক মইনুল হক মহাশয় ।
তিনি সদ্য কয়েক মাস আগে
সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ পদে যোগ দেন ।আসার পর থেকেই তিনি প্রশাসনিক কাজ ছাড়াও সমাজের জন্য কাজ করতে থাকেন ।
মাত্র কয়েক মাস তার চাকরির জীবনে রুপনারায়ানপুর ফাঁড়ির আইসি পদে কাটিয়েছেন তিনি।আর এরই মধ্যে সামাজিক বিভিন্ন কাজকর্মের নজির সৃষ্টি করে মন জয় করে নিয়েছেন এলাকার প্রতিটি মানুষের।

পুলিশ প্রশাসনের এই আইসি প্রথমেই তার দায়িত্ব নেওয়ার সাথেই প্রায় প্রতিটি ফাঁড়ি এলাকাতেই অবৈধভাবে মদ বিক্রি বন্ধ করে দিয়েছে, তার নজিরও দেখা গেছে তার দায়িত্ব পাওয়া বেশ কয়েকটি ফাঁড়ির মধ্যে। তাছাড়া এলাকায় দুষ্কৃতি মূলক কাজে অনেক টাই কমিয়ে ফেলেছিলেন যার কারনে এলাকার মানুষের কাছে সর্বপ্রথম মন জয় করে নিয়েছেন এই পুলিশ আধিকারিক, এর পাশাপাশি সামাজিক কাজ যেমন আদিবাসী মানুষজনদের মাঝে বিভিন্ন সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়া, এলাকার খুদে পড়ুয়াদের পড়াশোনার সহায়ক সামগ্রী সরবরাহ থেকে শুরু করে বৃক্ষরোপণ উৎসব, অনুষ্ঠানের দিনে নতুন বস্ত্র দান এর উদ্যোগ, থেকে শুরু করে ,শীত কালে গরিব মানুষদের কাছে বাড়ি বাড়ি গিয়ে কম্বল তুলে দিতে দেখা গেছে ।
একই সাথে যেদিন রূপনারায়ণ ফাঁড়ি থেকে বিদায় নেবেন ঠিক তার আগের দিনেও দেখা গেল
পিস ওয়েলফেয়ার নামক এক সংস্থার কিছু পিছিয়ে পড়া দুস্থ বাচ্চাদের শিক্ষা সামগ্রী প্রদান করা থেকে তাদের মনের পছন্দ মত খাবার তুলে দিলেন ।যা পেয়ে সকল বাচ্চারা মইনুল বাবুকে তাদের কাছ থেকে দূরে যাবার যে কষ্ট তা স্পষ্ট বোঝা গেল ।দেখা গেল সেই সকল ক্ষুদে পড়ুয়ারা নিজেদের মত করে নিজের হাতে কবিতা লেখা ,ছবি , ও মোমেন্ট তুলে দেন মইনুল বাবুর হতে ।যা পেয়ে আপ্লুত হয়ে পড়েন মইনুল বাবু ।

Leave a Reply