রুগ্ন সমাজ
দিলীপ কুমার বিশ্বাস
ঘুণ ধরেছে রুগ্ন সমাজে
অতি অর্থের লোভে,
হতদরিদ্র মানুষগুলো
ফুঁসছে দুঃখ ক্ষোভে।
পায়’না চেয়ে একটু কিছু
বাড়িয়ে দুটো হাত,
খিদের পেটে উদাস হয়ে
কাটিয়ে দেয় রাত।
খবর নিতে আসে না কেউ
কেমন আছে তারা,
সারাটা দিন ঘাম ঝরিয়ে
নীরব খাটে যারা।
দায়িত্ববোধ বজায় রেখে
করে সকল কাজ,
তবুও কিছু নেয় না চেয়ে
ভুলে মনের লাজ।
খিদের পেটে গামছা বেঁধে
খেয়ে কাটায় জল,
নিজ দায়িত্ব পালন করে
বাড়িয়ে নেয় বল।
দায়িত্ববোধ যাদের আছে
রুগ্ন সমাজ মাঝে,
তারাই থাকে পরম সুখে
ঘুরে সকাল সাঁঝে।
ভালো মন্দের বাছবিচার
রাখে না কিছু মনে,
মহা আনন্দে কাটিয়ে দেয়
মিশে সবার সনে।
সল্টলেক, কলকাতা।