সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সারেঙ্গা থানার পরিচালনায় সারেঙ্গা থানা এলাকার বিভিন্ন জায়গায় মোটর বাইক ,ছোট গাড়ি, সাইকেল, ভ্যান ইত্যাদি যানবাহনের উপর উন্নত মানের রিফ্লেক্টেটিক স্টিকার লাগানো হচ্ছে ।আজ বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর পিরোলগারি মোড় এলাকায় সারেঙ্গা থানার কর্তব্যরত পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী বৃন্দ বিভিন্ন যানবাহনে ষ্টিকার লাগালেনএ ব্যাপারে সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য বলেন বর্তমানে কুয়াশার কারণে রাস্তা ভালো দেখা যায় না ফলে সামনে কোন গাড়ি আছে কিনা তা বুঝতে না পারার কারণেই দুর্ঘটনা ঘটে তাই দুর্ঘটনা এড়াতে এ ধরনের উন্নত মানের স্টিকার লাগানো হচ্ছে বিভিন্ন যানবাহনের উপর ।সেভ লাইফ সেভ ড্রাইভ কর্মসূচির এটি একটি অঙ্গ এই

Leave a Reply