সাধন মন্ডল,

অষ্টম বর্ষ বিশ্ব যোগ দিবস পালিত হল পশ্চিমবঙ্গ সরকারের আয়ুসের পক্ষ থেকে রায়পুর গ্রামীণ হাসপাতালে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়েএদিনের অনুষ্ঠানের সূচনা করেন রায়পুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য আধিকারিক ডা: সৌরভ সাহা ও যোগ প্রশিক্ষক গৌতম বিশ্বাস । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ডা: তৃনিকা দেব বর্মন, ডা:সৌমেন্দ্র মন্ডল ,দীপক দাস ,সমীর কুন্ডু, সেবিকা জয়ন্তী চক্রবর্তী সহ হাসপাতালে অন্যান্য কর্মীবৃন্দ ।যোগশিক্ষিকা শ্যামলি বিশ্বাস উপস্থিত শিক্ষার্থীদের যোগ নিয়ে বিশদ ব্যাখ্যা করেন এবং যোগ চর্চা থাকলে রোগমুক্ত যায়। তা ব্যাখ্যা করে বোঝান ও যোগব্যায়াম প্রাণায়াম প্রশিক্ষণ দেন ।রায়পুর গ্রামীণহাসপাতালের স্বাস্থ্য আধিকারিক সৌরভ সাহা বলেন আমরা কৃতজ্ঞ শ্যামলি বিশ্বাস এর কাছে তিনি আমাদের যেভাবে যোগ সম্পর্কে সচেতনতার পাঠ দিলেন তাতে আগামী দিনে আমাদের অনেক উপকারে লাগবে ও আমরা সাপ্তাহিক একটি করে শিবির করার চিন্তাভাবনা করছি।

Leave a Reply