,

শুভদীপ ঋজু মন্ডল,

গ্রামীণ সেবা কেন্দ্র রায়পুর এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো আজ রায়পুর সবুজ বাজারে সেবাকেন্দ্রের কার্যালয়ে। রায়পুর ও সারেঙ্গা ব্লকের প্রায় 250 জন মানুষ চিকিৎসা কেন্দ্রে এসে ডাক্তারবাবুদের কাছে বিনা পয়সায় চিকিৎসা করালেন ও তাদের সুগার টেস্ট সহ বিনামূল্যে দশদিনের ওষুধ দেওয়া হল বলে জানালেন সেবা কেন্দ্রের কর্মকর্তা কল্যাণ রায় ।এ ব্যাপারে ডাক্তার সৌরভ লো বলেন এটি আমাদের ধারাবাহিক কর্মসূচির একটি অঙ্গ। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাজ্য বিভিন্ন এলাকাতে সুগারের রোগীর সংখ্যা বেড়েই চলেছে তাই সুগারের প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সুগার সম্পর্কে সচেতন করতে আমাদের এই প্রয়াস। আমরা সারা মাস ধরেই বিভিন্ন জায়গায় এই ধরনের শিবির করে থাকি যে কোন সংস্থা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেখানে গিয়ে বিনামূল্যেডাক্তারি পরিষেবা দিয়ে থাকি। এক প্রশ্নের উত্তরে সৌরভ লো বলেন জঙ্গলমহল এলাকার মানুষের জন্য বিশেষ এই প্যাকেজ আমরা নিয়ে এসেছি ।এলাকার মানুষ শারীরিক সচেতনতার দিক থেকে অনেকটা পিছিয়ে সেজন্য এলাকার মানুষকে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করতে গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা শিবির করব। উল্লেখ্য রায়পুর গ্রামীণ সেবা কেন্দ্রে যে কোন রকম ডায়াগনস্টিক পরিষেবায় বিপিএল কার্ড হোল্ডারদের বিশেষ ছাড় দেওয়া হয়। রোগী শংকর দাস বলেন এই ধরনের পরিষেবা আমাদের মত গরিব মানুষের খুব উপকারে লাগবে। যাতে এ ধরনের শিবির নিয়মিতভাবে চলে তার জন্য সংস্থার কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখছি।

Leave a Reply