সাধন মন্ডল,,

ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভিমরাও আম্বেদকরের পূর্ণবয়াবমূর্তির আবরণ উন্মোচন হলো আজ জঙ্গলমহলের রায়পুর সবুজ বাজারে সবজি মার্কেট এর কাছে। মূর্তিটির আবরণ উন্মোচন করে মাল্যদান করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ।মূর্তিটির উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী গণেশ মাহাতো ও জয়দেব দুলে ।আজকের এই জন্ম জয়ন্তী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক গৌতম বিশ্বাস রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল, দেবাশিস মন্ডল পল্টু রজক, মান সিং মাহাতো সহ বিশিষ্ট মানুষজন। উপস্থিত বিশিষ্ট মানুষেরা বি আর আম্বেদকর সাহেবের জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা করেন ।উদ্বোধক মৃত্যুঞ্জয় বাবু বলেন আম্বেদকর সাহেবের দেখানো পথেই আমরা এগিয়ে চলেছি ।এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রায়পুর বাজারে বি আর আম্বেদকর এর একটি মূর্তি প্রতিষ্ঠিত হোক আজ সেই দাবি পূরণ হয়েছে। মা মাটি মানুষের সরকার তা পূরণ করেছেন।

Leave a Reply