সাধন মন্ডল ,

জাপানি জ ক্যারাটে একাডেমির সেন্সাই মলয় ঘোষালের উদ্যোগে রাইপুর ও রাণীবাঁধ ব্লকের প্রশিক্ষণ নেওয়া ক্যারাটে শিক্ষার্থীদের মধ্যে বেল্ট গ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ রায়পুর সবুজ বাজারে একটি বেসরকারি লজে দিন দুটি কেন্দ্রের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়ে তাদের কলাকৌশল উপস্থিত অভিভাবক ও অতিথিদের সামনে তুলে ধরেন। এবং শিক্ষার্থীরা কেন ক্যারাটে শিখতে চাইছেন তা ব্যাখ্যা করে শিক্ষার্থী বৃষ্টি চৌধুরী বলেন আজকাল মেয়েদের নিরাপত্তা অনেকটাই লঙ্ঘিত হচ্ছে নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শিক্ষা একান্ত প্রয়োজন। কিছু কিছু সময় মেয়েদের একাই বিভিন্ন জায়গায় যেতে হয় এবং দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু ছেলে উত্ত্যক্ত করে তাদের হাত থেকে বাঁচতে এই ধরনের প্রশিক্ষণ অবশ্যই দরকার। এবং তার জন্যই আমরা এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে শিক্ষা নিতে এসেছি। প্রশিক্ষক মলয় ঘোষাল বলেন আমাদের শিবিরে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে তাদের বিভিন্ন ধাপ রয়েছে এবং তাদের বেল্ট এই তাদের পরিচয় কে কোন স্তরে রয়েছে? সাদা সবুজ মেরুন গেরুয়া কালো এভাবে বেল্ট ভাগ করা হয়েছে। আজকে বেশ কিছু শিক্ষার্থী সাদা থেকে সবুজ বা ব্লু তে যাচ্ছেন আবার ব্লু থেকে মেরু নিয়ে যাচ্ছেন এভাবে শিক্ষার্থীদের বেল্ট গ্রেডেশন করা হয়েছে এবং তাদের হাতে উপস্থিত অতিথিবৃন্দ তুলে দিলেন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রায়পুর থানার পুলিশ অফিসার ছাড়াও বিশিষ্ট শিক্ষক রাধা মাধব মুখার্জি অর্জুন মাহাতো সাংবাদিক তন্ময় নন্দী সহ বিশিষ্ট মানুষজন।

Leave a Reply