রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে জাতীয় কংগ্রেসের প্রার্থনা সভা

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- ১ লা জুন দেশের সপ্তম পর্যায়ের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়।ইতিমধ্যে বীরভূম জেলার ক্ষেত্রে লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৩ ই মে চতুর্থ পর্যায়ে।আগামী ৪ ই জুন লোকসভা নির্বাচনের গণণা তথা ফলাফল প্রকাশ করা হবে।তথা সাংসদ হিসেবে ভাগ্য নির্ধারণ।এতদিন ধরে রাজনৈতিক দল গুলি প্রখর রৌদ্র উপেক্ষা করে মিটিং মিছিল সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দলীয় প্রার্থীদের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে।আজ সাত দফায় ভোট পর্ব মিটতেই দলীয় কর্মীদের মধ্যে শুরু হয়েছে দলীয় প্রার্থীদের সাফল্য কামনায় মন্দির, মাজার সহ বিভিন্ন স্থানে বিশেষ প্রার্থনা সভা।সেরূপ শনিবার সাঁইথিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। বীরভূম লোকসভা কেন্দ্রের বাম- কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী আইনজীবী মিলটন রসিদের সাফল্য কামনার জন্য পীর সাহেব পলোয়ান বাবা ও সাঁইথিয়া নন্দকিশোরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে ইন্ডিয়া জোটের সমস্ত প্রার্থীদের জন্যও কামনা করেন।তাদের আরও বক্তব্য যে,আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীকে যেন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পায় তাহার জন্যেও প্রার্থনা করা হলো।আয়োজকদের ভূমিকায় ছিলেন
সাঁইথিয়া ব্লক কংগ্রেস সভাপতি আবুল কালাম সেখ ও ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি অসীম ব্যানার্জি।

Leave a Reply