খায়রুল আনাম,

বীরভূম : ভিন রাজ্যের একটি পণ্যবাহী কন্টেনার রাতের দিকে এসে দাঁড়িয়েছিলো সিউড়ীর আব্দারপুরের কাছে জাতীয় সড়কের পাশে। ওই গাড়ির চালক সকালে দেখেন, তার গাড়ি থেকে ৮০ লিটার ডিজেল চুরি হয়ে গিয়েছে। তিনি এ ব্যাপারে সিউড়ী থানায় একটি অভিযোগও দায়ের করেছেন।

Leave a Reply