রাস্তায় পড়ে থাকা অসুস্থ ব্যাক্তিকে সুস্থ করে পরিবারের হাতে তুলে দেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দীর্ঘ এক সপ্তাহ পর অসুস্থতা কাটিয়ে এবং পরিবারের সন্ধান করে আত্মীয় স্বজনদের হাতে তুলে দেওয়া হয় অজ্ঞাত ও অচৈতন্য অবস্থায় উদ্ধারকৃত এক ব্যাক্তিকে। বিবরণে জানা যায় যে, গত ৭ ই জানুয়ারি সন্ধ্যায় সিউড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে নিজের মতো করে চলে আসেন সিউড়ি কবরস্থান মাঠ এলাকায়,পাশেই কাঁকরখাদ, সেখানে একটি গুমটির পাশে শুয়ে পড়েন। ৮ ই জানুয়ারি
সকালে অজ্ঞাত পরিচয় ঐ ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে এবং অসুস্থ দেখা মাত্র স্থানীয় লোকজন সিউড়ি সদর হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যান। তখন সেখানে কর্মরত অবস্থায় ছিলেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক। তিনি জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সচিব সুপর্না রায় এর নির্দেশানুসারে অজ্ঞাত ও অসুস্থ ব্যক্তিটির সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন।হাসপাতালে ভর্তির সময় নাম ঠিকানা জিজ্ঞাসা করা হলে হিন্দিতে শুধু নিজের নাম এবং পুর্ণিয়া বলছেন এর বেশি কিছু বলতে পারেন নি,এজন্য ঠিকানা বের করতে পুলিশ প্রশাসনকে বেশ বেগ পেতে হয়েছে।
বিষয়টি সিউড়ি থানার মাধ্যমে পুর্ণিয়া জেলার পুলিশ সুপারের সহযোগিতায় সঠিক ঠিকানা উদ্ধার হয়। আজকে সোমবার তার বাড়ির লোকজন সিউড়ি সদর হাসপাতালে আসেন এবং পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক এর সঙ্গে যোগাযোগ করেন। সরকারি আইন মোতাবেক সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে ভগবান পাটোয়া কে তাঁর ছেলের হাতে সমর্পণ করা হয় বলে পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক জানান।

Leave a Reply