রাস্ট্রপুঞ্জের কর্মীদের হুমকি – মারধর 

পারিজাত মোল্লা
এবার তালিবানদের বিরুদ্ধে রাস্ট্রপুঞ্জের কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ উঠলো তালিবানদের বিরুদ্ধে। এইরকম তথ্য উঠে এসেছে রাস্ট্রপুঞ্জের নিরাপত্তা সংক্রান্ত তথ্যের গোপন রিপোর্ট। এই সংবাদ জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। রাস্ট্রপুঞ্জের কর্মীদের গাড়িতে তল্লাশি তারপর মারধর এমনকি বাড়িতে গিয়ে এই ধরনের দাদাগিরি চালাচ্ছে তালিবান। গত রবিবার রাস্ট্রপুঞ্জের এক কর্মী কে রাস্তায় আটক রেখে তল্লাশি করে মারধর করা হয়। গত সোমবার এক কর্মীর বাড়িতে গিয়ে হুশিয়ারী দিয়ে আসে তালিবান। ৩০০ এর মত বিদেশি নাগরিক এবং ৩০০০ এর মত আফগান নাগরিক রাস্ট্রপুঞ্জের অফিসে কাজকর্ম চালান।

Leave a Reply