রাজকুমার দাস,
রাসবিহারী এভিনিউ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক সুবিশাল রক্তদান শিবির ও বিজনেস মেলা। বিগত ১৮ জুন সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়েছিল এই বিজনেস মেলা ও রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন কলকাতার সাংসদ মালা রায়, রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমার সহ আরও অনেকে। রক্তদান শিবির ও বিজনেস মেলার মধ্যে মমনুষ্যত্বের এক বিরাট উদযাপন করে দেখাল রাসবিহারী এভিনিউ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। অসংখ্য মানুষ রক্তদানের এই মহৎ কাজে এগিয়ে এসেছিলেন। এদিনের শিবিরে ১০০ জনের বেশি মানুষ রক্তদান করেন।
এই বিষয়ে রাসবিহারী এভিনিউ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সোমনাথ ভট্টাচার্য জানান, রক্তদান এক মহৎ সামাজিক কর্তব্য, এই কাজের মাধ্যমে আমরা এমন কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি যারা বিভিন্ন রকম অসুস্থতার জন্য প্রতিনিয়ত রক্তের জন্য হাহাকার করেছেন। সেই সকল মানুষদের পাশে এভাবেই আমাদের প্রত্যেকের দাঁড়ানো উচিৎ বলেই মনে হয়। এর আগেও আমরা এমন ধরনের কাজে ব্রতী হয়েছি, তবে এবারের প্রয়াস একটু স্পেশাল, তার কারণ কিছুদিন আগেই বিশ্ব রক্তদান দিবস চলে গিয়েছে এবং সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে ভারতবর্ষে রক্তের যে সঙ্কট, তা কোনোভাবেই কোন পরিস্থিতিতেই কাটিয়ে ওঠা সম্ভবপর হয়না। যদিও রক্তদাতাদের সচেতন ও স্বতঃস্ফূর্ত যোগদান করেন তবে সকল মুমূর্ষু রোগীর কাছে প্রয়োজনীর রক্তের যোগান দেওয়া কিছুটা হলেও সহজ কাজ হবে। এবং সেই সচেতনতার ভাবনা থেকেই আশা করি আমরা প্রতিবছর ঠিক এইভাবেই রক্তদানের এই মহৎ আয়োজন করতে সচেষ্ট হব।