রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর প্রতি কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে খয়রাসোল থানায় অভিযোগ বিজেপির

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সোমবার ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার, দুবরাজপুর বিধানসভার খয়রাশোলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবি তোলা হয় মন্ত্রী অখিল গিরিকে অবিলম্বে গ্রেপ্তারের।প্রতিবাদ বিক্ষোভ শেষে বিজেপির পক্ষ থেকে খয়রাশোল থানায় FIR দায়ের করা হয়। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর বিধানসভার অবজারভার সুকুমার নন্দী, দুবরাজপুর ZP-1 মন্ডলের সভাপতি গণেশ ঘোষ, দুবরাজপুর ZP-2 মন্ডলের সভাপতি রথিলাল সিংহ, জেলা সম্পাদিকা রিতা ঘোষ, OBC মোর্চার জেলা সভাপতি সুখময় গড়াই সহ ভারতীয় জনতা পার্টির দুবরাজপুর বিধানসভার বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং কর্মীবৃন্দ।

Leave a Reply