খায়রুল আনাম,

বীরভূম : জেলা বীরভূমের বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে থাকা রামপুরহাট পুরসভার আসন্ন পুর নির্বাচন নিয়ে দলীয় পদাধিকারীদের সাথে বৈঠক করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। মেয়াদ শেষ হয়ে যাওয়া রামপুরহাট পুরসভায় বর্তমানে প্রশাসক বসিয়ে কাজ চলছে। ওই বৈঠকে সাংসদের সঙ্গে ছিলেন রামপুরহাটের দলীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশিস বন্দ্যোপাধ্যায়। এবারের পুর নির্বাচনে এখানে বেশ কয়েকটি আসন সংরক্ষিত হয়প যাওয়ায় বিদায়ী কাউন্সিলাররা আর লড়তে পারবেন না। আবার বিগত বিধানসভা নির্বাচনে যে সব ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থেকেছে, সেইসব ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলাররা আর দলীয় মনোনয়ন পাবেন না বলেই জানা যাচ্ছে। অথচ তাদেরই অনেকেই অন্য ওয়ার্ডে লড়তে যেমন আগ্রহী তেমনি৷ আবার অন্য কেউ বাড়ির মহিলাদের সংরক্ষিত আসনে প্রার্থী করতে তৎপর হয়ে উঠেছেন। অতীতে সুযোগ না পেলেও, এবার পুর নির্বাচনে প্রার্থী মনোনয়নে সাংসদ শতাব্দী রায়কে অনেকখানিই দায়িত্ব দিয়েছে তাঁর দল। তাই সে ক্ষেত্রে তিনি কতটা “মুক্তহস্তে” প্রার্থী মনোবয়ন করতে পারবেন, সেটাইন এখন তাঁর দলে এবং দলের বাইরে চর্চ্চার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply