রামনবমী মামলায় এনআইএ ‘এড়াতে’ ফের হাইকোর্টে রাজ্য সরকার
মোল্লা জসিমউদ্দিন,
চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে আর্জি খারিজ হওয়ার পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য। সুপ্রিমকোর্টে রাজ্যের এন.আই.এ তদন্তের বিরোধিতা সংক্রান্ত আবেদন খারিজ হওয়ার পরেও কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এর এজলাসে ফের একই আবেদন নিয়ে মামলা দায়ের করেছে রাজ্য। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে।রামনবমীর অশান্তির তদন্তে এন.আই. এ তদন্ত এড়াতে মরিয়া রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশেই রামনবমীর হিংসা মামলায় তদন্তভার নিয়েছে এনআইএ। হাইকোর্ট সেসময় জানিয়েছিল, -‘ রাজ্য পুলিশ তদন্তে নেমে যে সমস্ত নথিপত্র সংগ্রহ করেছে, সেইগুলি অবিলম্বে এন.আই.এর হাতে তুলে দিতে হবে’। তবে তাদের (এনআইএ) অভিযোগ, রাজ্য পুলিশ এখনও পর্যন্ত কোনও কাগজপত্র তাদের হাতে তুলে দেয়নি। রাজ্য সরকার তদন্তে অসহযোগিতা করছে।এন. আই. এ আইনকে অবৈধ বলে ঘোষণার দাবিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর দ্বারস্থ হয়েছে রাজ্য। এর পাশাপাশি মামলার তদন্তভার গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা খারিজের আবেদন করেছে রাজ্য । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যদি কোনও পদক্ষেপ করা হয়ে থাকে সেগুলির উপর স্থগিতাদেশ চেয়েও দায়ের হয়েছিল মামলা।কলকাতা হাইকোর্টের নির্দেশেই রামনবমী মামলার তদন্তভার যায় এন.আই.এর হাতে। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানেও কোন স্বস্তি মেলেনি রাজ্যের। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। তারপরেই নতুন করে কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে দায়ের হয় এই মামলা।।রামনবমী মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে তদন্তভার তুলে দিয়েছিলেন। যা পরবর্তীতে রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল পিটিশন দাখিল হয়।অপরিবর্তিত থাকে সিঙ্গেল বেঞ্চের রায়দান। ফের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দু দফায় রাজ্য দারস্থ হয় এনআইএ তদন্ত আটকাতে।সেখানেও রাজ্য বড়সড় আইনী ধাক্কা খায়। চলতি সপ্তাহে গত সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বহাল রাখে রামনবমী মামলায় এনআইএ তদন্ত। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রতিটি ক্ষেত্রে আদালতের নির্দেশ রয়েছে রাজ্য কে দু সপ্তাহের মধ্যে ওই মামলার সমস্ত নথি হস্তান্তর করতে হবে এনআইএ কে।এতেও কোন সহযোগিতা পাইনি এনআইএ, এই অভিযোগ নিয়েই অত্যন্ত দ্রুততাই গত বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে দারস্থ হলো এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দ্রুত শুনানির আর্জি গ্রহণ করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। রামনবমীর হিংসা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । সুপ্রিম কোর্টেও গিয়েই রাজ্য সরকার এই তদন্তে আটকাতে পারেনি । এনআইএ-র অভিযোগ, -‘আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কোনও নথি দিচ্ছে না :। তাই বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ করা হয়েছে হাইকোর্টের কাছে ।গত সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বড়সড় আইনী ধাক্কা খায় রাজ্য সরকার। রামনবমীর হিংসা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার । তবে ওইদিন রাজ্যের আবেদন শুনতেই রাজি হয়নি সুপ্রিম কোর্ট ।এই ঘটনা নিয়ে এনআইএ তদন্ত স্থগিত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ।গত সোমবার সেই আবেদন শুনতেই রাজি হয়নি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ । সুপ্রিম কোর্ট সেদিন জানিয়ে দেয় যে -‘তারা এই নিয়ে স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি গ্রহণ করতে আগ্রহী নয় ‘।চলতি বছর রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক গোলমাল হয় হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ায় । এই নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি । বিজেপির তরফে অভিযোগ করা হয়, এই গোলমালের নেপথ্যে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস । সেই কারণে এনআইএ তদন্তের দাবি তোলা হয় বিজেপির পক্ষ থেকে । এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।সেই মামলায় রামনবমীর হিংসা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । গত ২৭ এপ্রিল কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয় । সেই নির্দেশে আদালত জানায়, -‘ রাজ্য পুলিশকে এই ঘটনা সংক্রান্ত সমস্ত এফআইআর, নথি, বাজেয়াপ্ত হওয়া সামগ্রী এবং সিসিটিভি ফুটেজ এনআইএ-র তদন্তকারীদের হাতে তুলে দিতে হবে ‘। এই হস্তান্তরের জন্য দুই সপ্তাহের সময়সীমাও বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । সেখানে রাজ্যের তরফে দাবি করা হয়, -‘রামনবমীর হিংসায় কোনও ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়নি’ । এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে দাবি করা হয় ।কিন্তু সেই যুক্তির কোনও কিছু শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট । এরফলে বহাল রইল কলকাতা হাইকোর্টের রায় । এনআইএ এবার তদন্ত করবে রামনবমীর হিংসা সংক্রান্ত ঘটনার ।সুপ্রিম কোর্ট জানিয়েছে, কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের যে নির্দেশ দিয়েছে, তাতে হস্তক্ষেপ করা হবে না। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখার কথা জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া-চন্দননগর, উত্তর দিনাজপুরের ডালখোলায় গোষ্ঠীহিংসায় এনআইএ তদন্তের উপর স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকারের তরফে যে আর্জি জানানো হয়েছিল, শীর্ষ আদালত গত মে মাসে তা খারিজ করে দিয়েছিল। এ বার খারিজ হয়ে গেল হাইকোর্টের নির্দেশ বাতিলের আর্জি। অর্থাত্ এনআইএ তদন্তের পথে কোনও বাধা রইল না।এরেই মধ্যে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দারস্থ হলো এনআইএ।আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।