সেখ সামসুদ্দিন, ২২ ডিসেম্বর

রাধাকান্তপুর হাই স্কুল ২০১৯-২০ সালে সুবর্ণজয়ন্তী উৎসব করা হয়েছিল। ঐ সুবর্ণজয়ন্তী উৎসব থেকে সঞ্চিত অর্থ ও এলাকাবাসীদের সাহায্যে নির্মিত হয় সুবর্ণজয়ন্তী কক্ষ যার আজ শুভ উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। এছাড়াও এদিন ওই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, গোপগন্তার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জনা মল্লিক, বিদ্যালয় পরিচালন সভাপতি ডাঃ সুদর্শন ভট্টাচার্য‍্য, বিদ্যালয়ের টিআইসি মৃত্যুঞ্জয় বটব্যাল সহ বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীগণ। অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয় প্রাঙ্গনে থাকা সকল মনীষীদের মূর্তিতে মাল্যদান এর মধ্য দিয়ে। টিচার ইন-চার্জ জানান কোভিড পরিস্থিতির জন‍্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রায় ২বছরের মাথায় সুবর্ণ জয়ন্তী কক্ষের উদ্বোধন ও স্মরণিকা প্রকাশ করা হল।

Leave a Reply