Spread the love

 রাত এগারোটা পর্যন্ত মেট্রোরেল চালানো যায় কিনা? ভেবে দেখতে বললো হাইকোর্ট 

নিজস্ব প্রতিনিধি, 

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মেট্রো ট্রেনের সময়সীমা সংক্রান্ত মামলার শুনানি চলে। ‘শেষ’ মেট্রোর সময় বাড়ানো নিয়ে কলকাতা মেট্রো রেলকে বিবেচনা করতে বলল কলকাতা হাইকোর্ট।  দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়ে রাত্রি সাড়ে দশটা নাগাদ। তারপর আর আর কোনও মেট্রো না থাকায় কার্যত অসুবিধায় পড়তে হয় নাগরিকদের। এই নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বললেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।শেষ মেট্রোর সময় বাড়ানো হোক। এই আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এক ব্যক্তি। এদিন সেই মামলাটির শুনানি চলেকলকাতা হাইকোর্টের  ডিভিশন বেঞ্চে। হাইকোর্টে মামলাকারীর দাবি , “কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাত্রি সাড়ে দশটা নাগাদ শেষ মেট্রো ছাড়ে। যার জেরে অনেক যাত্রীর অসুবিধা হয়। বিশেষ করে বহু অফিস যাত্রী আছেন যাঁরা অফিসের কাজ শেষ করে রাত্রিবেলা বাড়ি ফেরেন। এমনকী হাইকোর্টের কর্মীরাও অসুবিধায় পড়েন।”এরপর ডিভিশন বেঞ্চ জানায়, অন্যান্য শহরে রাত ১১টা পর্যন্ত মেট্রো পাওয়া যায়। বিশাল সংখ্যক মানুষ কলকাতায় কাজ করেন। কিন্তু অনেকে এখানে থাকেন না। তাঁদের কথা ভেবে শেষ মেট্রোর সময় বাড়ানো যায় কি না তা বিবেচনা করে দেখতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। শেষ মেট্রো বাড়ানো নিয়ে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিলেন জনস্বার্থ মামলাকারীকে চার সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে হবে। অন্যান্য শহরের থেকে অনেক আগেই কলকাতা মেট্রোর পরিষেবা বন্ধ হয়ে যায়। এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই ব্যক্তি। কলকাতায় শেষ মেট্রো ছাড়ার সময়সীমা কি বাড়তে পারে? এই বিষয়ে বিশেষ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। শেষ মেট্রো ছাড়ার সময়সীমা বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে আদালত সরাসরি হস্তক্ষেপ না করলেও মেট্রো কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে ভাবতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *