রাতের গভীরে,
দীপঙ্কর চক্রবর্ত্তী
এক রাত জাগা পাখির মুখর কলতান
জাগিয়ে তোলে গাছের শরীর
দীর্ঘকাল জ্বলতে থাকা তার পাতা,ফুল
বৃষ্টির নরম ছোঁয়া পেয়ে নষ্টালজিয়া হয়ে ওঠে
যেমন মনে হয় তোমাকে পেয়ে।
এই মাত্র আমার পুজো হল,ফুল,জল দিয়ে
আমাকে বাঁচালে তোমরা বাঁচবে এই বলে বলে
রাত দিন আমাকে ধ্বংস করছো।
আমাকে বুঝতে শেখো,ভালো বাসতে শেখো
আমারও তোমাদের মত দুহাত তুলে আকাশে উড়তে ইচ্ছে করে।আমি বৃষ্টিতে ভিজলে গান গেয়ে উঠি
নেচে উঠি প্রান খুলে।পাখি,মো্ৌমাছি যখন আমার গায়ে বসে আমি ধন্য হই,আমার কোটরে সন্ততিদের নিয়ে পাখি সুখে বাস করে তখন সেকি আমার আনন্দ।
তোমাদের প্রিয় মনের মানুষদের মত আমাকে যত্ন কর,আমাকে বাঁচিয়ে রাখ,হে সভ্যতা।।