রাজ পথিক এর লেখায় দুই বাংলায় গানে মুগ্ধতা ছড়াচ্ছেন এ এফ সৈকত

বর্তমান সময়ে বাংলাদেশ- ভারতের বাংলা গান প্রিয় শ্রোতাদের কাছে অতি পরিচিত নাম এ এফ সৈকত এবং রাজ পথিক। গীতিকবি রাজ পথিকের কথায় সংগীত পরিচালক এ এফ সৈকত এর বেশ কয়েকটি গান ইতোমধ্যে নেট দুনিয়ায় গান প্রিয় শ্রোতাদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। এ এফ সৈকত এবং রাজ পথিক এর এই ধারাবাহিক সাফল্যের পেছনের গল্প জানতে সংগীত পরিচালক এ এফ সৈকত এর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন মঙ্গলকোট ডটকমের প্রতিবেদক কাজী নূর। আলাপচারিতার চুম্বক অংশ এখানে তুলে ধরা হলো।

মঙ্গলকোট ডটকমঃ আসসালামুআলাইকুম, কেমন আছেন ?

এ এফ সৈকতঃ ওয়াআলাইকুমুসসালাম। আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন ?

মঙ্গলকোট ডটকমঃ জি ভালো আছি ভাই। আপনার গান বাজনা বিষয়ক আলাপচারিতায় যেতে চাই আমরা সম্প্রতি গীতিকবি রাজ পথিক এবং আপনার সুর- গায়কীতে বেশ কয়েকটি গান বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। যা মানুষের মুখে মুখে ফিরছে। কয়েকটি গণমাধ্যম এটি নিয়ে স্টোরি তৈরি করেছে। জানতে চাই এ সাফল্যের পেছনের গল্প।

এ এফ সৈকতঃ হা.হা..হা…। আসলে গল্প তেমন কিছু না। বরাবরের মতো রাজ পথিক দাদার কথা আমাকে আকৃষ্ট করে। তার লেখা গানের কথাগুলো সহজ এবং আমাদের জীবনেরই গল্প। তবে রাজ পথিক এর গানের কথা গতানুগতিক ধারার বাইরে। তার চমৎকার লেখনি এপার বাংলা ওপার বাংলাতে বেশ সমাদৃত। রাজ পথিকের কথায় আমার প্রথম কাজ ছিল ওপার বাংলার গানপাখি খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অঞ্জনা মন্ডলের কণ্ঠে ‘পূবাল হাওয়া’ গানটির সংগীত পরিচালনার মধ্যে দিয়ে। যে গানটি তুমুল প্রশংসা কুড়িয়েছে দুই বাংলাতেই।

মঙ্গলকোট ডটকমঃ আপনার সুরে এবং রাজ পথিকের কথায় আর কোন কোন শিল্পী কণ্ঠ দিয়েছেন ?

এ এফ সৈকতঃ সম্প্রতি আমি রাজ পথিক এর লেখা ‘আমি ভালো নাই’ ও ‘নষ্ট রে তোর মন’ শিরোনামের দুটি গান সুর ও সঙ্গীত পরিচালনা করেছি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাবার পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ক্রমেই তা বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে ‘আমি ভালো নাই’ শিরোনামের গানটিতে কন্ঠ আমি নিজেই দিয়েছি, যেটির ফিমেল ভার্সন আবার গেয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাইজা জয়াসহ ‘প্রিয় কন্ঠ- ২০২৩’ এর অন্যতম বিজয়ী কণ্ঠশিল্পী তনু রায়। অপরদিকে নষ্ট রে তোর মন শিরোনামের গানটি গেয়েছেন মেজবা রহমান এবং ফিমেল ভার্সন গেয়েছেন শ্রাবণী সিঁথি।

মঙ্গলকোট ডটকমঃ তুলনামূলক কম পরিচিত সেইসঙ্গে বাংলাদেশের মফস্বল শহর যশোর থেকে রাজ পথিক এর লেখা গানে কণ্ঠ দিচ্ছেন ভারতীয় বাংলা গানের গুণী শিল্পী; এই বিষয়টি আপনি কিভাবে দেখেন ?

এ এফ সৈকতঃ দেখুন কম পরিচিত, মফস্বল শহর বা গ্রাম বলে কোন কথা না। ভেতরে ট্যালেন্ট থাকলে সেটার বিকাশ হতেই হবেই। সেটা হতে পারে দুদিন আগে বা পরে। আপনি জেনে থাকবেন প্রকৃত গুণী শিল্পীরা কিন্তু স্বজনপ্রীতি করে না। সেক্ষেত্রে আমি বলব আমাদের গীতিকবি রাজ পথিক দাদা অবশ্যই ট্যালেন্টেড। রাজ পথিকের লেখা গান অডিয়েন্স ডিমান্ড করে। তা না হলে এতএত গীতিকার থাকতে কেন তারা রাজ পথিকের লেখা গানে কণ্ঠ দেবে বা তার পেছনে প্রযোজনা করবে ? আপনি জানেন আমাদের শিল্পী নগর বাউলের জেমস ভাই কিন্ত বলিউডে গান করে জয় করে এসেছেন। সবচে বড় কথা শিল্পীদের কোন সীমানা হয় না। মার্কেট ডিমান্ড করলে দেশ বিদেশে কোন ইস্যু না।

মঙ্গলকোট ডটকমঃ শ্রোতাদের জন্য নতুন কিছু উপহার থাকছে কি ?

এ এফ সৈকতঃ রাজ পথিক এর কথায় বিভিন্ন ঘরানার আরো বেশ কিছু গান এর কাজ চলমান রয়েছে। বরাবরের মতো অনেক যত্ন নিয়ে করা এই গানগুলোও ব্যাপক শ্রোতাপ্রিয়তা পাবে বলে আশা করছি। সেইসাথে আপনার সহযোগিতা, ভালোবাসা প্রত্যাশা করছি। এই গানগুলি রিলিজ হবে ‘প্রিয় গান’ এর ব্যানারে।

মঙ্গলকোট ডটকমঃ আমাদেরকে মূল্যবান সময় দেয়ার জন্য মঙ্গলকোট ডটকম পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

এ এফ সৈকতঃ আপনাকে এবং
মঙ্গলকোট ডটকম পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা।

Leave a Reply