রাজ্যের বিভিন্ন জেলায় সিরাত ট্যালেন্ট সার্চ পরীক্ষা ড্রয়িং কমপিটিশন।

সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্ট আয়োজিত রাজ্য পর্যায়ের সিরাত ট্যালেন্ট সার্চ এক্সাম ও ড্রয়িং কম্পিটিশন অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুল মাদ্রাসা ও মিশনে।
সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান বলেন,
এবছর বিভিন্ন জেলায় মোট ২৮ টি পরীক্ষা কেন্দ্রে সহস্রাধিক পরীক্ষার্থী স্বেচ্ছায় সিরাতের পরীক্ষা অংশ গ্রহণ করে। সিরাতের দক্ষ সৈনিকরা আমরণ প্রচেষ্টা চালিয়ে এই পরীক্ষা শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা, মেধার বিকাশ ঘটাতে এবং ভয়ভীতি, সংকোচ কাটাতে এই পরীক্ষা ব্যবস্থা করেন। তার জন্য সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিরাতের চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ড.আজিজার রহমান বলেন, সিরাতের সদস্যরা গোটা এক দশক ধরে শিক্ষার উৎকর্ষ বাড়াতে মেধা যাচাইয়ের কাজটি করে চলেছে, যারা সেরা দশের তালিকায় অন্তর্ভুক্ত হয় তাদেরকে স্কলারশিপ, শংসাপত্র, মেডেল, মেমেন্ট, পুস্তক দিয়ে উৎসাহ বাড়ানো সিরাতের একান্ত লক্ষ্য। সিরাতের সভাপতি হাজি আকবর আলি সরদার বলেন, সিরাত শুধু একটা ট্যালেন্ট সার্চ করে না, সারাবছর ধরে মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।
এই কর্মযজ্ঞে বিশেষ করে আন্তরিকভাবে সহযোগিতা করেন, মালতিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সাহনাওয়াজ আলম, হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির সুপারিন্টেন্ডেন্ট মোফাসসির হোসেন, কাটিয়াহাট আল হেরা গ্রুপ অফ ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক আইয়ুব আলি, ইউনুস গাজি, নূরে আলম মিশন স্কুলের প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন, মৈত্রী মডেল মিশনের নাফিসা সামিম, তেলিয়া ইকরা একাডেমির ডাইরেক্টর মিনাউল ইসলাম,শিক্ষক সাহাবুদ্দিন মন্ডল, কাজি ইকবাল হোসেন, রায়হান হোসেন, আবু হাফিজ, জিয়াউল আকুঞ্জি, উমিদ ইউনিভার্সাল অ্যাকাডেমি ওয়াসিম আক্তার, টিএনআর স্কুলের তরিকুল ইসলাম, হাফেজ আজিজুদ্দিন, প্রক্তণ প্রধান শিক্ষক সেখ আবু তালেব, সন্দেশখালির রামপুর পারফেক্ট চিলড্রেন অ্যাকাডেমির আবুল কালাম ,সিরাজুল বিশ্বাস, হাফিজুর রহমান প্রমুখ। এই পরীক্ষা ব্যবস্থা আগামীতে সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে।

Leave a Reply