রাখীবন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন জেলা ব্যাপী
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বাংলার মাটি-বাংলার জল, বাংলার বায়ু- বাংলার ফল, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান। রবীন্দ্র স্মৃতি বিজড়িত সেই রাখীবন্ধননের ধারা অব্যাহত।আজ সমগ্র দেশব্যাপী পালিত হচ্ছে রাখীবন্ধন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযথ ভাবে পালন করেন। অনুরূপ রাখীবন্ধন উৎসব উপলক্ষে জেলা ব্যাপী আনন্দ পাঠ শিক্ষা কেন্দ্র গুলিতে সংস্কৃতি দিবস উদযাপন করা হয়। উল্লেখ্য বীরভূম জেলা শাসকের সহায়তায় জেলার বিভিন্ন স্থানে আনন্দ পাঠ নামক শিক্ষা কেন্দ্র গুলিতে কচিকাঁচাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক বিষয়ে ও শিক্ষাদান দেওয়া হয়। সেরূপ টুমোরো’স ফাউন্ডেশন পরিচালিত খয়রাসোল ব্লকের আনন্দ পাঠ শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়াদের নিয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয় বুধবার।এদিন কচিকাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হয় নাচ, গান। পাশাপাশি পরস্পর পরস্পরের হাতে রাখী পরানো হয়। উপস্থিত সমস্ত বাচ্চাদের মিষ্টি মুখ করানো হয়।উপস্থিত ছিলেন আনন্দ পাঠ শিক্ষা কেন্দ্রের ভাগাবাঁধ কেন্দ্রের শিক্ষিকা অন্তরা ঘোষ,যাদবপুর কেন্দ্রের সুমিত্রা মুর্মু, রসা কেন্দ্রের শিক্ষক দিনময় বাসরী এবং এক্সট্রা কারিকুলার শিক্ষিকা মাধবী মন্ডল প্রমুখ।
অনুষ্ঠান আয়োজনকারী সংস্থা টুমোরো’স ফাউন্ডেশনের কর্মী পার্থ সারথি পাল একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান।