রাখির বার্তা,
রাসমণি ব্যানার্জ্জী
আমার বার্তা ভাল কিনা মন্দ জানি না
তবু দিলাম আমি, কাউকে বলতে ছাড়ি না।
নিজের স্ত্রী কে ছাড়া পুরুষ- বোনের চোখে দেখো
মায়ের পরে নিজের চোখে বোনের ছবি এঁকো।
পৃথিবীতে সকল নারী মনকে রেখো সাদা
স্বামী ছাড়া সকল পুরুষ আমাদের ভাই দাদা।
নিজের ভাইবোন ভীষণ আপন পরের কেন নয়?
পরের ভাইবোন আত্মার আত্মীয় এটাও পরিচয়।
সুস্থ সমাজ গড়তে এসো হাতে রাখি হাত
সকল ভাইবোন সবাই মিলে করি বাজিমাত।
আজকে শুভদিনে, নিও আমায় চিনে
আমি তোমাদের দিদি, রাখি দিলাম কিনে।
দিলাম আদর ভালবাসা দিলাম চোখের জল
তোমরা আমার ভীষণ আপন ভেবো নাকো ছল!