রাইপুর ব্লকে মিড ডে মিল পরিদর্শনে জেলা আধিকারিক বিপ্লব চক্রবর্তী
। সাধন মন্ডল বাঁকুড়া:–জঙ্গলমহলের রাইপুর ব্লকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে মিড ডে মিলে শিশুদের খাবারের মান যাচাই করতে ও যে সমস্ত বিদ্যালয়ে কিচেন গার্ডেন তৈরির জন্য টাকা দেওয়া হয়েছে সেই সমস্ত বিদ্যালয় পরিদর্শনে আজ হাজির হয়েছিলেন জেলা মিড ডে মিল আধিকারিক বিপ্লব চক্রবর্তী সহ রাইপুর ব্লকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মনোজ রায়। আজ তারা রায়পুর ব্লকের কুটুমডি প্রাথমিক বিদ্যালয় ও লোহামেড়্যা প্রাথমিক বিদ্যালয়ে হাজির হয়ে সবজি বাগান ও মাশরুম চাষ পরিদর্শন করেন এখানে উল্লেখ্য সম্প্রতি জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে জেলা মিড ডে মিল বিভাগ ও জেলা উদ্যান পালন দপ্তরের সহায়তায় রাইপুর ব্লকের কুড়িটি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রায়পুর ব্লক কমিউনিটি হলে মিড ডে মিলে পড়ুয়াদের পুষ্টিকর খাবার পরিবেশন এর লক্ষ্যে মাশরুম চাষের প্রশিক্ষণ ও বীজ দেওয়া হয়েছিল তা কতটা ফলপ্রসু হয়েছে সেটা দেখাই ছিল এবারের পরিদর্শনের মূল লক্ষ্য বলে জানা যায়। এছাড়া বিদ্যালয়ের সবজি বাগান গুলিও পরিদর্শন করেন জেলা আধিকারিক সহ ব্লক আধিকারিক বৃন্দ। বিদ্যালয়গুলি ঘুরে তাদের কাজকর্ম দেখে খুশি জেলা মিড ডে মিল আধিকারিক বিপ্লব চক্রবর্তী। বিশেষ করে মাশরুম চাষে ব্যাপক সাফল্য এসেছে বলে জানা যায়। প্রতিটি বিদ্যালয়ে মাশরুম চাষ খুব ভালো হয়েছিল। যা শিশুদের কয়েকদিন পুষ্টিকর খাবার দেওয়া গেছে বলে জানা যায়।