শুভদীপ ঋজু মন্ডল,

বিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্রদের খাবারের অভাব মেটালেন রাইপুরের বিডিও রঞ্জন সর্দার । ,বাঁকুড়া:- রাইপুর ব্লকের ডুমুরতোড় ইন্টিগ্রেটেড আবাসিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তিন দিন ধরে পরিমাণ মতো খাবার পাচ্ছে না বলে অভিযোগ। এই অভিযোগে আজ রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন দিতে বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে ছাত্রছাত্রীরা থালা হাতে নিয়ে হেঁটে হেঁটে মিছিল করতে করতে রাইপুর বিডিও অফিসে আসছে শুনে, কাল বিলম্ব না করে রাইপুরের বিডিও রঞ্জন সর্দার দ্রুত ডুমুরতোড়ের দিকে গাড়ি ছুটিয়ে যান এবং নিহিলা দামদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে হাজির হন সেই সময় সেখানে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে টিফিন করছিল সেখানে তাদের সাথে ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন এবং সমস্যার সমাধান করে ছাত্রছাত্রীদের গাড়ি ভাড়া করে বিদ্যালয়ে ফেরত পাঠান। এ যেন দুয়ারে সরকারের আরেক রূপ দুয়ারে ব্লক প্রশাসনের আধিকারিক ব্লক আধিকারিক। এ প্রসঙ্গে বিডিও রঞ্জন সরদার বলেন বিষয়টি আমার কাছে আসতেই আমি সংশ্লিষ্ট দপ্তরে জানাই এবং ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এর সাথে কথা বলি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসারাম নন্দী তার সমস্যার কথা তুলে ধরে বলেন দীর্ঘ প্রায় সাত মাস যাবত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড বন্ধ থাকায় তিন বেলা খাবার চালানোয় কিছুটা সমস্যা হচ্ছে যে সমস্ত দোকানদার ধার দিতেন তারা ধার দিতে অস্বীকার করছেন ফলে কিছুটা সমস্যায় পড়েছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসা রাম নন্দী এ কথা জানালে বিডিও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করেন এবং দু’মাসের টাকা আজকের মধ্যেই grand করা হচ্ছে বলেও জানান তিনি। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী উমুল সরেন দশম শ্রেণীর ছাত্রী কিয়া মুরমু, সোমবারী সরেনরা বলে তিনদিন ধরে আমরা আমাদের প্রয়োজনীয় খাবার পাচ্ছি না তাই আমরা বাধ্য হয়ে বিডিও সাহেবের কাছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বিডিও সাহেব আমাদের কাছে এসেছিলেন এবং আশ্বাস দেন এই ধরনের আর অসুবিধে হবে না তার আশ্বাসে ও তার ভাড়া করা গাড়িতে করে আমরা ছাত্রাবাসে ফিরে আসি, ধন্যবাদ জানাই বিডিও সাহেবকে।বিডিও সাহেবের এই উদ্যোগ কে এলাকার মানুষ ও অভিভাবকবৃন্দ সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply