রাইপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে খাতড়া মহকুমা শাসক।


সাধন মন্ডল বাঁকুড়া:-সংবাদ রবিবার ও সোমবার জঙ্গলমহলের রাইপুর গ্রামীণ হাসপাতালের সংবাদ প্রকাশ হয়েছিল তাতে কঙ্কাল সার চেহারার খবর প্রকাশিত হয়। সেই খবর প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন । আজ সোমবার রাইপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন খাতড়া মহকুমা শাসক শুভম মৌর্য্য সাথে ছিলেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ণ দে। হাসপাতালে শনিবার যেখানে সব সার্কিটের কারণে আগুন লেগেছিল সেই আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শনের সাথে সাথে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও রোগীর পরিবার পরিজনদের সাথে কথা বলেন চিকিৎসা পরিষেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পানীয় জল, বিদ্যুৎ হাসপাতালে রোগীদের দেওয়া খাবারের গুণগত মান ,ডাক্তার ও নার্সদের ব্যবহার, পুষ্টি পুনর্বাসনকেন্দ্রে শিশুদের পর্যবেক্ষণ করলেন ও পরিবারের সাথে কথা বললেন হাসপাতাল পরিদর্শন করে তিনি মূলত পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন। হাসপাতালের পরিকাঠামগত উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়। রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে বলেন স্যার এসেছিলেন হাসপাতাল পরিদর্শন করে গেলেন আমরা গতকাল থেকে হাসপাতাল এলাকা সাফাই অভিযান শুরু করেছি তা দেখে উনি খুশি।

Leave a Reply