সাধন মন্ডল,

মঙ্গলবার অধিক রাত্রিতে জঙ্গলমহলের রাইপুর মদন গোপাল জিউ ইসকন কৃষ্ণ মন্দিরে তালা ভেঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী ,চৈতন্য মহাপ্রভু সহ অন্যান্য দেবতাদের অঙ্গে থাকা সমস্ত গহনা এবং মন্দিরের অন্যান্য রুপার সামগ্রী ,শ্রীকৃষ্ণের বাঁশি দুষ্কৃতীরা মন্দিরে তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। রাত্রি আড়াইটি নাগাদ মন্দিরের প্রধান পুরোহিত দুখারী প্রভু প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে বুঝতে পারেন বাইরে থেকে দরজা আটকানো রয়েছে। তিনি জানালা দিয়ে অন্যান্য ভক্তদের ডাকেন এবং তারা এসে দরজা খুললে মন্দিরে গিয়ে দেখেন মন্দিরের তালা ভাঙ্গা ভিতরে গিয়ে দেখেন দেবতাদের অঙ্গে থাকা সমস্ত দ্রব্যাদি চুরি হয়ে গেছে ও প্রনামি বাক্সটি নেই। তখনই তারা মন্দিরের সাথে যুক্ত থাকা ভক্তদের এবং অধ্যক্ষকে জানান। সকালে ভক্তদের পক্ষ থেকে থানায় গিয়ে অভিযোগ জানানো হয় রাইপুর থানারপুলিশ এসে খোঁজখবর নিয়ে যায়। মন্দিরের অধ্যক্ষ রসময়ানন্দ মহারাজ বলেন পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে এর আগে ও একবার মন্দিরে চুরি হয়েছিল। তিনি অভিযোগ করে বলেন আজ দীর্ঘদিন ধরে মন্দিরে দুজন সিভিক ভলেন্টিয়ার ডিউটি করত আজ তুলে নেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। মন্দিরের প্রধান পুরোহিত দুখারী প্রভু ও লালটু প্রভু বলেন আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম।

Leave a Reply