সাধন মন্ডল,
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইসকন পরিচালিত রাইপুর মদন গোপাল জিউ কৃষ্ণ মন্দিরে চলছে ভগবান শ্রীকৃষ্ণের।ঝুলন উৎসব। এই উপলক্ষে মন্দির থেকে বিগ্রহকে নাট মন্দিরে নিয়ে আসা হয়েছে, সেখানে দোলনায় বসিয়ে দোলানো হচ্ছে ভক্তরা নাম গান করে চলেছেন এছাড়া সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও ভগবানের ঝুলন উৎসবের তাৎপর্য নিয়ে ব্যাখ্যা করে চলেছেন মন্দিরের অধ্যক্ষ রসময় আনন্দদাস সহ অন্যান্য সন্ন্যাসীরা। মন্দিরের প্রবীণ সন্ন্যাসী দুখারী প্রভু নিত্য পূজা করে চলেছেন। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও কৃষ্ণ ভক্তিতে তার কোন খামতি নেই।