সাধন মন্ডল,

রাইপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে রাইপুর থানা গোড়া বাস স্ট্যান্ডে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৫ তম জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হল ।এই উপলক্ষে রাইপুর বাস স্ট্যান্ডে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য নয়ন দাস চক্রবর্তী রাইপুর ব্লকের বর্ষিয়ান কংগ্রেস নেতা শক্তি বিশ্বাস ,রাইপুর ব্লক কংগ্রেসের সভাপতি অশোক কাহার সহ কংগ্রেস নেতৃত্ব প্রয়াত নেত্রী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন শ্রদ্ধা জানান ।এরপর সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে মাল্যদান করেন নয়ন দাস চক্রবর্তী। পরে ভারত জোড়ো যাত্রার পদযাত্রা সংঘটিত করা হয় পদ যাত্রায় অংশ নেন উপস্থিত নেতৃত্ব ও কংগ্রেস সমর্থিত সদস্য সদস্যাবৃন্দ। থানাগোড়া বাস স্ট্যান্ডে শুরু হয়ে রাইপুর সবুজ বাজার শেষ হয় সেখানে উপস্থিত নেতৃত্ব প্রয়াত নেত্রী আদর্শ ও জীবনধারা উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন। এখানে উল্লেখ্য জঙ্গলমহলের রায়পুরে কংগ্রেসের আজকের পদযাত্রার মিছিল দেখে এলাকার মানুষ অনেকটাই স্তম্বিত কারণ যেখানে কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে সেখানে জঙ্গলমহলের রায়পুরে আজকের মিছিল সাধারণ মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply