সাধন মন্ডল,

রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মুর প্রতি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির অশালীন মন্তব্যের প্রতিবাদে আজ সোমবার ভারত জাকাত মাঝি পরগণা মহলের রাইপুর মুলকের উদ্যোগে রাইপুর সবুজ বাজারে পথ অবরোধে শামিল আদিবাসী জনজাতির মানুষজন। আজ সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ হল বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের ওপর রাইপুর সবুজ বাজারের চৌমাথায়। আদিবাসী সমাজের মানুষজন পথ অবরোধে সামিল হন। এদিনের এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি থেকে জোরালো দাবি তোলা হয় অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতার করতে হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অসম্মান আমাদের সারা ভারতের অসম্মান, আমাদের জনজাতির অসম্মান, আদিবাসী সমাজের অসম্মান তাকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না বলে দাবি করেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্ব বিপ্লব সরেনসহ অন্যান্যরা ।পথ অবরোধ সকাল আটটায় শুরু হয়ে প্রায় সাড়ে দশটা পর্যন্ত চলে এখানে সংগঠনের পক্ষ থেকে কারামন্ত্রী অখিল গিরির পুত্তলিকা দাহ করা হয়। এখানে উল্লেখ্য অখিল গিরির এই অশালীন মন্তব্যের প্রতিবাদে জঙ্গলমহল জুড়ে চলছে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ। গতকাল খাতড়া মহকুমা শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সকালে রাইপুর সবুজ বাজারে, দুপুরে সিমলাপালে এবং বিকেলে সারেঙ্গা বাজারে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালিত হয়।

Leave a Reply