রাইপুরের সভামঞ্চে আদিবাসী নৃত্যে মাতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
।:–সাধন মন্ডল বাঁকুড়া:—-আজ সোমবার রাইপুর সংঘ মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী জনসভায় ধামসা বাজিয়ে আদিবাসী মেয়েদের সাথে নৃত্য করে দর্শকদের মন জয় করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম ো আজকের জনসভার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তৃতা শেষ করে তিনি আদিবাসী দলকে মঞ্চে ডেকে নিলেন তাদের ধামসা বাদকের সাথে ধামসা বাজালেন ও পরে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি কে সাথে নিয়ে ইন্দ্রনীল সেনের পিন্দাড়ে পলাশের বন —–গানের সাথে সাথে নৃত্য করলেন । সাথে সাথেই মঞ্চের অপর প্রান্তের মহিলারাও নৃত্যে মেতে উঠলেন। এখানে উল্লেখ মুখ্যমন্ত্রী যে আদিবাসী মেয়েদের সাথে নৃত্য করলেন তারা হলেন রাইপুরের চাতরি তে অবস্থিত পন্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয়ের ছাত্রী। অন্যদিকে মঞ্চে কোমর দুলিয়ে নৃত্য করলেন মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী মৌ সেনগুপ্ত ও সিমলাপালের মহিলা নেত্রী সুপ্রিয়া কর। আজকের সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাপতি অনুসূয়া রায়, বিধায়ক শম্পা দরিপা, জেলা মহিলা নেত্রী অপরূপা সেনগুপ্ত, বিভাবতী টুডু, বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার,সমীর চক্রবর্তী ,রাইপুর বিধানসভার বিধায়কমৃত্যুঞ্জয় মুর্মু বাঁকুড়া জেলা পরিষদ সদস্য রাজ কুমার সিংহ , চিত্ত মাহাত, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র। সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ তৃণমূল কংগ্রেস সভাপতি ফাল্গুনী সিনহা বাবু, তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায়। ছাত্রনেতা তীর্থঙ্কর কুন্ডু, উত্তম কুম্ভকার, কৃষ্ণেন্দু মাহাত, গৌউর টুডু , রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত , শেখর রাউত, রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু, প্রমূখ নেতা ও নেতৃবৃন্দ। আজকের জনসভায় জন প্লাবন ঘটেছিল বলে দাবি প্রার্থী অরূপ চক্রবর্তীর। এখানে উল্লেখ্য মাঠের মধ্যে সকলের জায়গা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তাই কয়েকটি জয়েন্ট স্কিন লাগানো হয়েছিল কৃষ্ণমোহিনী সরখেল স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গনে। ভরা গ্রীষ্মেও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর থাকায় মানুষকে গলদ ঘর্ম হতে হয়নি।