রহড়া নিবেদিতা আর্ট সেন্টারের রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠান
দীপঙ্কর সমাদ্দারঃ মহাসমারোহে প্রখ্যাত চিত্রশিল্পীদের উপস্থিতিতে রহড়া নিবেদিতা আর্ট সেন্টার পালন করল তাদের রজত জয়ন্তী বর্ষ ।। অসাধারণ চিত্র ও ফুলের সমারোহ সুসজ্জিত হয়েছিল রহড়া স্বামী পুণ্যানন্দ মুক্তমঞ। অনুষ্ঠানের সূচনা হয় দর্শনা ঘোষালের গান দিয়ে, স্বাগত ভাষণ দিলেন প্রখ্যাত চিত্রশিল্পী অপূর্ব ব্যানার্জি।। অপূর্ব ব্যানার্জি শুধুমাত্র একজন চিত্রশিল্পী নন তিনি একজন সুদক্ষ সংগঠক, ২৫ বছর ধরে তার এই আর্ট সেন্টার এ তিনি যেভাবে সুনামের সাথে হাজার হাজার ছাত্র-ছাত্রী তৈরি করেছেন তা প্রশংসনীয়। অপূর্ববাবু ছাত্রছাত্রীরা আজ ছবি আঁকা শিখে বিভিন্ন জায়গায় কর্মরত ও বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠিত, তার সম্পূর্ণ পরিচয় পাওয়া গেলো তার এই অনুষ্ঠানে ।। সবথেকে অভিনবত্ব পরিচয় পাওয়া গেলো প্রখ্যাত চিত্রশিল্পী স্বর্গীয় বিমল করের শ্রদ্ধার্ঘ্য নিয়ে একটি তথ্যচিত্র সেখানে দেখানো হয়েছে বিমল করের বিভিন্ন শিল্প নিদর্শন ও শিল্পীর সম্পর্কে প্রখ্যাত মানুষদের বিশেষ করে ‘সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ’ এর সম্পাদক কাজল সেনগুপ্ত সহ সান্তনু সেনগুপ্ত ও চিত্রশিল্পী দিব্যেন্দু বসুর বক্তব্য মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানের মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন প্রখ্যাত চিত্রশিল্পী দীপক চন্দ,বিমল ভট্টাচার্য , সুমন পাল, জয়ন্ত কুন্ডু , বীরেশ্বর ভট্টাচার্য্য, সুমিত দাস প্রমূখ ।। গুণী শিল্পীদের সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পৌর মাতা সবিতা গুহ ঠাকুরতা ।। অনুষ্ঠানে উল্লেখযোগ্য দেব কুমার ঘোষ জীবনকৃতি সম্মান লাইভ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন (রহড়াতে চিত্র জগতের পথিকৃৎ বলা যায় )প্রখ্যাত চিত্রশিল্পী, সাংস্কৃতিক সংগঠক, বহুগুণের অধিকারী দীপক চন্দ এছাড়াও এই সম্মানে সম্মানিত করা হয় চিত্রশিল্পী বীরেশ্বর ভট্টাচার্য্য মহাশয় কে। তৎসহ সাহিত্যিক, কবি জয়ন্ত কুন্ডু সম্মানিত হলেন দেব কুমার ঘোষ জীবনকৃতি সম্মানে । অনুষ্ঠানে উল্লেখযোগ্য পুরস্কার পেলেন মৃৎশিল্পী মানিক পাল মহাশয় এ বিষয়ে অপূর্ব ব্যানার্জি জানালেন বহু বছর ধরে মৃৎশিল্পীরা এত সুন্দর ঠাকুরের রূপ দান করে আসছেন এটা একটা অসাধারণ শিল্প অথচ ঠাকুরের দাম মিটিয়ে দেওয়া ছাড়া এদের আলাদা করে শিল্পকৃতি র জন্য সম্মানিত করা উচিত তাই এই সম্মান এর আয়োজন। অনুষ্ঠানে অতিথির আসন অলংকৃত করেছিলেন চিত্রশিল্পী সুমন পাল , বিমল ভট্টাচার্য ,সুমিত দাসগুপ্ত সহ প্রমূখ প্রখ্যাত চিত্রশিল্পী রা ।। আর্ট এর উপরে কুইজ পরিচালনা করলেন চিত্রশিল্পী দিব্যেন্দু বসু ।সমগ্র অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে মানুষের মন জয় করলেন যেসব শিল্পীরা তারা হলেন ঐশিক রায়চৌধুরী, ডালিয়া হালদার ,দুষ্মন্ত চ্যাটার্জী, কল্পনা দত্ত এবং সংগীত পরিবেশন করলেন , শান্তনু মন্ডল, রঞ্জিত ঘোষাল। অসাধারণ নৃত্য প্রদর্শন করে মানুষের মন জয় করলেন শিশু শিল্পী চান্দ্রেয়ী মুখার্জি ও বর্ষা জানা ।অনুষ্ঠানের শেষে যেসমস্ত ছাত্রছাত্রীরা ন্যাশনাল ,ইন্টারন্যাশনাল মেরিট অ্যাওয়ার্ড পেলেন তাদের সম্মানিত করা হয়।। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনায় ছিলেন বিজয় কুমার বন্দোপাধ্যায় ও অপূর্ব ব্যানার্জি ।।এক কথায় সমগ্র অনুষ্ঠানটি চমৎকৃত। উপস্থিত দর্শকেরা জানালেন অনেক বছর পর এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান তারা উপহার পেলেন চিত্র জগতের তারকাদের উপস্থিতিতে।।
ছবি কৌশিক ঘোষ