Spread the love

গোপাল দেবনাথ ,

সুদূর অস্ট্রেলিয়ায় থেকে প্রতিদিনের শ্রদ্ধা ভক্তি ভালবাসা দিয়ে সন্তান যখন মাকে বিশ্বজননীর আসন দিতে পারেন সেই রকম এক মুহূর্তের সাক্ষী হয়ে রইলো কলকাতা মহানগরী। দীর্ঘ ২৪বছর মাকে দেখতে না পেয়ে যে যন্ত্রনা নির্ঘুম করে রাখে, খাতার পাতা ভরে ওঠে অশ্রুসিক্ত কবিতায় , অন্তরে বিচ্ছিন্নতার হাহাকার থেকে জন্ম নেয় সংঘবদ্ধতার চেতনা….. তাইতো রবীন্দ্রসদন মঞ্চে একটি দিন সবটুকু আয়োজন করেন দেবী সাহা শুধু তার মা আশালতা দেবীকে কেন্দ্র করেই। আমাদের মূল্যবোধের চেতনায় নাড়া দিয়ে গেল….. জননী স্বর্গাদপি গরিয়সী…. দেবীর একক কাব্যগ্রন্থ। কলকাতা ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ রবীন্দ্রসদন মঞ্চে উদযাপিত হল ব্যতিক্রমী অনুষ্ঠান ঐকতান অস্ট্রেলিয়া আয়োজিত প্রথম বার্ষিক গুণীজন সংবর্ধনা উৎসব । মাতৃভাষার অনুরাগেই করোনাকালীন সময়ে তিনি বিগত তিন বছর ধরে ধারাবাহিকতা বজায় রেখে অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে চলেছেন , বিশ্ববাঙালির মনের দুয়ারে পৌঁছে দিয়েছেন ঐকতান অস্ট্রেলিয়া। অবশেষে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে সেই সমস্ত কবি শিল্পীসহ বহু গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হল। উপস্থিত ছিলেন ডঃপবিত্র সরকার পঙ্কজ সাহা কৃষ্ণা বসু কবি অরুণ চক্রবর্তী সিদ্ধার্থ মুখোপাধ্যায় সৈয়দ হাসমত জালাল পৃথ্বিরাজ সেন কল্যাণ সেন বরাট কবি বরুণ চক্রবর্তী শিল্পী ভাস্কর রায় প্রখ্যাত চিকিৎসক মাখন লাল সাহা ও অন্যান্য ব্যক্তিবর্গ। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে এসেছিলেন নব্বই বছরের প্রবীনা আশালতা দেবী ঐকতান অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা যিনি দেবী সাহার গর্ভধারিণী জননী। ছিলেন ডঃ মাখন লাল সাহা সঙ্গীত শিল্পী ভাস্কর রায় । অনুষ্ঠানের সার্থক রূপায়নে ছিলেন কবি জয়দীপ চট্টোপাধ্যায় ঐকতান অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উপদেষ্টা ও বাচিক শিল্পী ও প্রশিক্ষক আশীষ ঘোষ ঐকতান অস্ট্রেলিয়ার উপদেষ্টা ভারত , দীপশিখা চৌধুরী তৃপ্তি কুন্ডু শাশ্বতী বন্দ্যোপাধ্যায় রঞ্জনা কর্মকার অনন্যা চক্রবর্তী অতসী মুখার্জি সহ অন্যান্যরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক কবি শিল্পীদের সংবর্ধনা দিয়ে সম্মানিত করা হয়।নৃত্য পরিবেশনা করেন ডঃ ফাল্গুনী ভট্টাচার্য্য ও সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের নৃত্য শিল্পী জাহিদা দীপা যা অনুষ্ঠানটিকে মাধুর্য্যমন্ডিত করেছে। সঞ্চালনায় ছিলেন ডঃ তৃপ্তি কুন্ডু রায়।ত্রিদেশীয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠানের সার্থক সূচনা হয়। মহানগরের বুকে এধরনের সংবর্ধনা অনুষ্ঠান বলা যায় অভিনব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *