রক্তদান শিবির হলো উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরে

নীহারিকা মুখার্জ্জী

নবীন-প্রবীণের উদ্যোগে গড়ে ওঠা উত্তর চব্বিশ পরগণার 'আমরা মানবিক' গত কয়েক বছর ধরে পুজোর সময় বা শীতকালে দুস্থদের বস্ত্রদান, গরীব ঘরের ছেলেমেয়েদের জন্য বিনা বেতনে শিক্ষাদান সহ অনেক জনহিতকর কাজ করে চলেছে। এমনকি উৎসবের মরশুমে ব্লাড ব্যাংক গুলির প্রবল রক্ত সংকট মেটাতে তাদের এগিয়ে আসতে দেখা যায়।

গত ৮ ই অক্টোবর 'আমরা মানবিক'-এর উদ্যোগে উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুর আমন্ত্রণ মোড়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। অল ইণ্ডিয়া ব্লাড ডোনার্স ফোরাম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক শাখা শিবির থেকে প্রায় ৩৫ ইউনিট রক্ত সংগ্রহ করে। রক্তদাতাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ছিলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। 

 রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য 'আমরা মানবিক'এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিন্টু হালদার, পার্থ মুখার্জী, প্রিয়া রাহা, রিঙ্কু ডাকুয়া, টিঙ্কু দাস, সৈকত ঘোষ, দীপালি গুহ, সুব্রত সেনগুপ্ত, প্রিয়াঙ্কা চক্রবর্তী, শুক্লা দাস, স্নেহা চক্রবর্তী, বিশাল মজুমদার, হৃদয় কর্মকার, বিদিশা নন্দী, সৃজা তরফদার, শর্মিষ্ঠা হালদার, সুস্মিতা দাস, বরেন্দ্র কুমার দত্ত, প্রেম সাহা, অঞ্জলী বয়ালকটি, পিয়ালী রাহা, সায়েরি ঘটক, মিতু পাল, অদিতি গাইন প্রমুখ। মূলত এদের প্রচেষ্টায় এলাকার দুস্থদের মুখে হাসি ফোটে, আশার আলো দেখে।

অদিতি গাইন বললেন - আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে জনহিতকর কাজ করে চলেছি। সবসময় পাশে পেয়েছি এলাকার মানুষের সহযোগিতা। এরজন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তিনি আরও বলেন- রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি!

Leave a Reply