বউবাজার বস্তা পট্টিতে 04/09/2024 সকাল ৯টা থেকে হয়ে গেল এক বিশাল ব্লাড ডোনেশন ও হেলথ চেকআপ ক্যাম্প, আয়োজক ছিল বউবাজার সাউ সম্প্রদায় সহযোগিতা করেছে লায়েন্স ক্লাব কলকাতা নর্থ সিটি ও মেডিকেল টিম নিয়ে এসেছে ফ্যামিলি প্ল্যানিং ইন্ডিয়া অ্যাসোসিয়েশন শুভ গনেশ পূজার উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ অতিথির রূপে কাউন্সিলর স্বরূপ বাবু ও বিধায়ক নায়না বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের কর্ম সূচি অনুযায়ী হেল চেকআপ ক্যাম্পে উপস্থিত ছিল গাইনি ডক্টর, জেনারেল ফিজিশিয়ান, ব্লাড সুগার টেস্ট ফ্রি, প্রেসার চেকআপ ও সম্পূর্ণ বিনামূল্যে মেডিসিন বিতরণ হয়েছিল। অপরদিকে ব্লাড ডোনেশন করেছে প্রায় দেড়শ জন। সন্ধ্যাতে শুভ গনেশ পূজা উদ্বোধন হলো।

Leave a Reply