“যুব সংবাদ – ভারত @ ২০৪৭ অনুষ্ঠিত খয়রাসোলে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্র বীরভূমের উদ্যোগে এবং খয়রাশোল “আমরা সকলে” ক্লাবের পরিচালনায় ১৫ আগষ্ট খয়রাশোল প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হল “যুব সংবাদ – ভারত @ ২০৪৭”। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন স্থানীয় দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা। ভারত মাতার বরেণ্য সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্থানীয় শিশু শিল্পী ঐশিকা চৌধুরী। অনুষ্ঠানের শুভানুধ্যায়ী স্বপন ঘোষ এদিন মুখকথা পরিবেশন করেন।এই অনুষ্ঠানে ‘ভারতের পঞ্চ প্রাণ – একটি যুব সংলাপ’ থিমের উপরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন বিধায়ক অনুপকুমার সাহা, অধ্যাপক ডঃ রবিন ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল সাহা, সহকারি অধ্যাপক সৌভিক ব্যানার্জি প্রমুখ। অমৃত কালের এই পাঁচ প্রাণ (পাঁচ অঙ্গীকার) ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষ হিসাবে ভারতের দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন অংশগ্রহণকারী যুবক-যুবতীদের এই পঞ্চ প্রাণের উপরে অবহিত করার জন্য এই কর্মসূচিতে প্রশ্ন-উত্তর সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের উপস্থিত সদস্যগণের সক্রিয়তায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।উপস্থিত ছিলেন প্রসারভারতীর জেলা সংবাদদাতা শম্ভুনাথ সেন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক করুনাময় কর্মকার, খয়রাসোল ব্যাবসায়ী সমিতির সভাপতি অনুপম বাগ, সমাজসেবী টুটুন নন্দী, ক্লাব সম্পাদক লোকনাথ রক্ষিত, সাংবাদিক বিপিন পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।